শিবচরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও সমাবেশ

শিবচর প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৭:৫৯ পিএম
শিবচরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ ও সমাবেশ

মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা সর্বস্তরের ছাত্র-জনতা।

শনিবার বিকেলে শিবচর উপজেলার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ ও সমাবেশ।

এর আগে বিক্ষোভকারীরা কলেজ মোড় থেকে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হন।

কর্মসূচিতে অংশগ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, এনসিপি এবং শিবচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমরা জুলাই গণহত্যার শহীদদের ভুলিনি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি। তাদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।”

এ সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘ফ্যাসিস্টদের বিচার করো’, ‘হ তে হাসিনা তুই স্বৈরাচার’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।

সমাবেশে বক্তব্য দেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সদস্য নিরব, জাতীয় নাগরিক পার্টির শিবচর শাখার সদস্য ইমন হোসেন, ইসলামী ছাত্রশিবির শিবচর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, মো. লোকমান হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।

ইএইচ