আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: মে ১১, ২০২৫, ১২:০৯ এএম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ফ্যাসিবাদবিরোধী অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে বক্তারা আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে ঘোষণা করে অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল ও বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে রাজপথ অবরুদ্ধ করা হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন বলেন, “আওয়ামী লীগ হলো দিল্লির এক্সটেনশন। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জুবাইর আরিফ অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আপনারা যদি আওয়ামী লীগের বিচার করতে না পারেন, তাহলে আপনাদের সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নেই।”

ইএইচ