সরিষাবাড়ীতে ওসি চাঁদ মিয়াকে বিদায় সংবর্ধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৫, ০২:৩১ পিএম
সরিষাবাড়ীতে ওসি চাঁদ মিয়াকে বিদায় সংবর্ধনা

জামালপুরের সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়াকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার রাতে সরিষাবাড়ী থানা মিলনায়তনে থানা পুলিশের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। থানা সূত্রে জানা গেছে, ওসি চাঁদ মিয়াকে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের নির্দেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরাফাতুল হক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

অনুষ্ঠানে বিদায়ী ওসি চাঁদ মিয়া বলেন, “আমি দুঃসময়ে সরিষাবাড়ী থানার দায়িত্ব পালন করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি থানার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে সেবা দিতে। ভবিষ্যতেও যেখানে দায়িত্ব পাব, মানুষের সেবা করে যেতে চাই।”

বক্তব্য দেন থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার, এসআই আসাদুজ্জামান, কনস্টেবল সোহাগ মিয়া ও আল মামুন প্রমুখ।

এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, “ওসি চাঁদ মিয়ার বিদায় আমাদের জন্য কষ্টদায়ক হলেও তিনি যেখানেই থাকুন, সফল হোন, এটাই আমাদের প্রত্যাশা।”

ইএইচ