নাটোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ইশতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ইএইচ