উপদেষ্টা বিধান রঞ্জন রায়

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের মাধ্যমেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব

নাটোর প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৮:০৫ পিএম
শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়নের মাধ্যমেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব

অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব। কারণ, একজন শিক্ষার্থী তার বাবা-মার চেয়েও একজন শিক্ষককে গুরুত্ব দেয়, তাকে অনুসরণ করে। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এই সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।’

মঙ্গলবার বিকেল ৩টায় নাটোর শহরের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক চরিত্র গঠনের দিকেও শিক্ষকদের মনোযোগী হতে হবে। কারণ, শিক্ষা শুধু মুখস্থ করাই নয়— সেই শিক্ষাকে একজন শিক্ষার্থী বাস্তব জীবনে কিভাবে নৈতিক ও মানবিকভাবে প্রয়োগ করছে, সেটিও একজন শিক্ষককে দেখতে হবে।

তিনি আরও বলেন, সরকার সার্বিকভাবে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সময় বৃদ্ধি, শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং বিভিন্ন অঞ্চলে শিক্ষকের ঘাটতি বা অতিরিক্ততা সামঞ্জস্য করা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ বছর থেকেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করবে সরকার। এছাড়া অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘ছুটির সংখ্যা কমিয়ে শিক্ষার সময় বাড়ানো যায় কি না, তা বিবেচনা করা উচিত। কারণ, অতিরিক্ত ছুটির কারণে ক্লাসের সংখ্যা কমে যায়, যা শিক্ষার মানোন্নয়নে বাধা সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, সরকারি বিধি মোতাবেক কোনো শিক্ষক সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারেন না। তার নিজস্ব মতাদর্শ থাকতে পারে, তবে তা সক্রিয়ভাবে প্রকাশ করা উচিত নয়। এছাড়াও, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন।

নাটোর জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান এনডিসি, নাটোর জেলা পুলিশ সুপার মো. আমজাদ হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

এর আগে, দুপুর ১টায় বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’ কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা।

ইএইচ