টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক মঙ্গলবার মির্জাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড, থানা, পৌরসভা, এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
শুরুতে, জেলা প্রশাসক ভাওড়া ইউনিয়নে একটি রাস্তা পরিদর্শন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ জন ক্যান্সার রোগীর মধ্যে ৫ লাখ টাকা, যুব মহিলাদের মধ্যে ২টি সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং ৩৭ জন এতিম শিশুর মধ্যে পোষাক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন প্রমুখ।
অনুষ্ঠান শেষে, জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে ব্যাডমিন্টন খেলার কোর্ট উদ্বোধন করেন।
ইএইচ