মির্জাগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা

কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৮:৫৩ পিএম
মির্জাগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা কৃষি বিভাগের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এইচ এম শামীম।

সভায় স্বাগত বক্তব্য দেন- মির্জাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুন। উপসহকারী কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. আমিনুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান টুকু, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এনজিও আশা’র শাখা ব্যবস্থাপক সৈয়দ আঃ ছালাম, কৃষক মো. ফরিদ উদ্দিন খান, মো. রেজাউল ইসলাম, কৃষাণী মোসাঃ নাজমা বেগম প্রমুখ।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশীদ মুন্সী, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মো. কামরুজ্জামান জুয়েল, নয়া শতাব্দী প্রতিনিধি সিয়াম রহমান হিমেল, সময়ের আলো প্রতিনিধি সুমন কাজী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক এবং ৬টি ইউনিয়নের ৭০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

ইএইচ