উলিপুরে বিএনপি ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:০৯ পিএম
উলিপুরে বিএনপি ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের উলিপুরে নানা জল্পনা-কল্পনার মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। 

অপরদিকে পৌর বিএনপিতে নুর মুহাম্মদ আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

উপজেলা বিএনপি কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন, রমেশ সাহা। 

সদস্যরা হলেন এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, রকছেদ আলী আমিন (লাবু), সাইফুল ইসলাম বাদল, এ.কে.এম শামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মুর্তজা মুকুল এবং আনোয়ারুল ইসলাম খোকা।

পৌর বিএনপি কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নুরে চ্ছাবা স্টার, আজিজার রহমান মাস্টার, ডা. ইফতেখারুল ইসলাম, এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার, খোরশেদ আলী, মতলুবুর রহমান মঞ্জু, মজিবর রহমান। সদস্যরা হলেন নজরুল ইসলাম, কামরুজ্জামান সরকার মিলন, আতাউর রহমান রেবেল, শাহজাহান আলী, আব্দুর রফিক, আসলাম উদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন, নুরল্লাহ, মতিয়ার রহমান, ইছাহাক আলী, রফিকুল ইসলাম, ফজলুল করিম, আমিনুল ইসলাম।

উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, "কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলকে সাজানো হবে। তরুণদের দলে অগ্রাধিকার প্রদান করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উলিপুর গঠনের চেষ্টা করবো।"

ইএইচ