ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:১৪ পিএম
ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মো. তৌফিক মৃধা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের জোলশ খা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মৃধা বাড়ির মৃত বশু মৃধার ছেলে তৌফিক মৃধা মাদক ব্যবসা করে আসছিল। এলাকাবাসী তাকে একাধিকবার মাদক ব্যবসা বন্ধের অনুরোধ জানালেও সে তা উপেক্ষা করে গাঁজা বিক্রি অব্যাহত রাখে। ঘটনার রাতে ওজন মাপার যন্ত্র দিয়ে গাঁজার প্যাকেট তৈরি করছিল সে। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে যৌথ বাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে তৌফিককে আটক করে তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা ওজন করার যন্ত্র জব্দ করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

ইএইচ