টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে চাঁন মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃ
হস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের মৃত ইয়াসিন মুন্সির ছেলে চাঁন মিয়া মুন্সী (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ওই শিশু অন্য শিশুদের সাথে পাশের বাড়িতে খেলতে যায়। অভিযুক্ত চাঁন মিয়া শিশুটিকে ডেকে একটি ঘাস ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় স্থানীয় লোকজন দেখে তাকে আটক করে গণধোলাই দিয়ে মাঝালিয়া বাজারে গাছের সাথে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দিলে মির্জাপুর থানার উপপরিদর্শক জিয়াউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চাঁন মিয়াকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ করেন।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলার প্রক্রিয়া চলছে।
ইএইচ