যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের জাফরপুর এলাকার চিল্লেতলা মাঠে রাতের আঁধারে কলার ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই কৃষক—আকবর আলী ও সাইদুর রহমান।
ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রায় ১০০টি কলাগাছ কেটে সাবাড় করে দেয়। প্রতিটি গাছে কলার কাঁদি ছিল, কিন্তু কাঁদি রেখে গাছ কেটে দেওয়া হয়েছে। গাছে এখনও ঝুলছে সেই কাটা কাঁদিগুলো। কৃষকদের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ দিনের মধ্যে কলাগুলো বাজারজাত করা যেত। কিন্তু এই ঘটনার ফলে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আকবর আলী জানান, “আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। আমি এক বিঘা জমিতে প্রায় ৩০০টি কলাগাছ রোপণ করেছি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই কেউ এই কাজ করে থাকতে পারে বলে মনে করি।”
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “ঘটনাটি জানার পর আমরা কলা খেত পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ইএইচ