শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

শিবচর প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৬:৩৪ পিএম
শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীর ছিন্নভিন্ন হয়ে চারটি অংশে ভাগ হয়ে যায়।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে শিবচর উপজেলার শিকদার কান্দি এলাকায় পদ্মা রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ‘জাহানারা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান।

নিহতের হাতে কালো রঙের রাবারের চুরি, গায়ে মোটা কাপড় এবং পরনে পুরনো জিন্সের প্যান্ট ছিল। স্থানীয়রা আরও জানান, ওই ব্যক্তিকে মাঝেমধ্যে পাঁচ্চর এলাকায় রেললাইনসহ বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যেত, এবং তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইএইচ