পদ্মা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৭:৪৪ পিএম
পদ্মা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হাটখোলা পাড়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে আলিফ (২২) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে আলিফ তার দুই বন্ধু রিপন (২২) ও আকাশকে (১৮) সঙ্গে নিয়ে হাটখোলা বেড়িবাঁধ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে হঠাৎ করে আলিফ পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও বন্ধুদের পক্ষে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

পরে তারা দ্রুত ঘটনাটি আলিফের পরিবারের সদস্য ও স্থানীয়দের জানালে সবাই মিলে নদীতে জাল ফেলে খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর একপর্যায়ে জালে উঠে আসে আলিফের নিথর দেহ।

নিহত আলিফ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

স্থানীয়দের মতে, পদ্মা নদীর ওই এলাকায় স্রোতের তীব্রতা ও গভীরতা বেশি হওয়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ