ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৪:৪৯ পিএম
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, জেলার আওতাধীন রাস্তা মেরামতের ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ৩০ শতাংশ কাজ চলমান রয়েছে। পাশাপাশি সকল উপজেলার মেরামতযোগ্য রাস্তার তালিকা প্রস্তুত করে বরাদ্দ ও অনুমোদনের ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণ করা হবে।

গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গৃহীত প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হবে এবং চলমান প্রকল্পসমূহ নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, “সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ” প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ময়মনসিংহ জেলায় ১,৭৪০টি নতুন নলকূপ স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া গেছে এবং কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে পূর্ববর্তী বরাদ্দের আওতায় ২০,৮৭৪টি পানির উৎসের মধ্যে ১৮,৯৬০টির কাজ সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারি পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন করতে হবে।” তিনি বিভিন্ন দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ