সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন।
রোববার বিকেলে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সংগ্রহের জন্য ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরায় গিয়েছিলেন। সফর শেষে আজ তারা ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে গুড়িগুড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে কয়েকজন সামান্য আহত হন, তবে গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বাসটি উল্টে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
ইএইচ