ফরিদপুরে গভীর রাতে গাড়িচাপায় অজ্ঞাত যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১২:০৩ পিএম
ফরিদপুরে গভীর রাতে গাড়িচাপায় অজ্ঞাত যুবক নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ব্রিজ এলাকায় ওই ব্যক্তি অজ্ঞাত যানবাহনের চাপায় নিহত হন। পরে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে একটি জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা থেকে পরিচয় শনাক্তে সহায়তা পাওয়া যেতে পারে।”

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইএইচ