আমার সংবাদের সুজানগর প্রতিনিধির পিতার ইন্তেকাল

পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০২:১৪ পিএম
আমার সংবাদের সুজানগর প্রতিনিধির পিতার ইন্তেকাল

দৈনিক আমার সংবাদ পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি জামিলুর রহমান লিটনের পিতা মো. আব্দুল মালেক মারা গেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের সাবেক ওয়াকফ-সার্ভিস (ও.এস.) ছিলেন।

সোমবার সকাল ৯টায় তার নিজ গ্রাম চর দুলাইয়ের বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম স্ত্রী, ছয় পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ইএইচ