সন্দ্বীপে নারী ও শিশু কল্যাণে সচেতনতামূলক সভা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৪:২৫ পিএম
সন্দ্বীপে নারী ও শিশু কল্যাণে সচেতনতামূলক সভা

নারী ও শিশুর সুরক্ষা, ক্ষমতায়ন, পরিবেশ সচেতনতা এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক কমিউনিটি সভা।

সরকারের জিওবি খাতভুক্ত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৫) বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার দুপুর ১২টায় উপজেলার এনাম নাহার মোড় এলাকায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসার আয়েশা সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক নওশাদ আকরাম ও ফয়সাল আসীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

সভায় বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা, শিশুদের সুষ্ঠু বিকাশ, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, তাপপ্রবাহ মোকাবিলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য নারী ও শিশু অধিকার এবং বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রামাণ্যচিত্রের মাধ্যমে বজ্রপাতের সময় করণীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থাও তুলে ধরা হয়।

আয়োজকপক্ষ জানায়, এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, শিশুর বিকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এমন সচেতনতামূলক কর্মসূচি সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

ইএইচ