বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. নুরুল আমিন ও খাদিজা আইরিনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ।
গত ১৭ মে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
কর্মশালায় ৭টি ব্যাচে ভাগ করে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১৬৮ জন ইউপি সদস্যকে গ্রাম আদালত সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।
ইএইচ