শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৭:৪৯ পিএম
শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মাগুরার শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় এলাচি বেগম( ৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এলাচি বেগম উপজেলার জোকা গ্রামের মৃত নয়ন মোল্যার স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সনৎ চন্দ্র বিশ্বাস (২৩) মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বন্যতল গ্রামের ভরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে।  

জানা যায়, উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় শ্রীপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল এলাচি বেগমকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী পাকা রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিষয়টি জানতে পেরেছি।নিহতের পরিবারটি শোকাহত। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরএস