বকেয়া পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৩:১৬ পিএম
বকেয়া পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

বকেয়া পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক শুক্রবার সকাল থেকে বিক্ষোভ করেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিকেরা জানান, ২০২৪ সালের ৯ নভেম্বর কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৮ ডিসেম্বর মালিকপক্ষ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। ফলে মাসের পর মাস ধরে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশের যৌথ দল।

সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে পুলিশের দাবি, তারা শ্রমিকদের শান্ত রাখতে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।

পরে কারখানার গেটের সামনে শ্রমিক ও পুলিশের মধ্যে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার মজুরি ও সার্ভিস বেনিফিটের তারিখ দিয়ে প্রতারণা করছে।

কারখানার একজন নারী শ্রমিক বলেন, ‘পাঁচ মাস ধরে কারখানা বন্ধ। প্রতিদিন শুধু প্রতিশ্রুতি—কখনো ১৫ তারিখ, কখনো মাসের শেষ। এখন দুই বেলা ভাতও জোটে না। আমরা কি মরে যাব?’

পুলিশ জানায়, শ্রমিকদের অবরোধ পরিকল্পনার গোপন খবর পেয়ে তারা আগে থেকেই সতর্ক ছিল, ফলে বড় ধরনের সহিংসতা এড়ানো গেছে।

বিআরইউ