মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৮:১১ পিএম
মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিককে যুগ্ম আহ্বায়ক এবং তারাপদ সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

শুক্রবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কবির সিকদার, সৈয়দ গোলাম মোস্তফা শাহিন, সাংবাদিক সোহেল মোহসীন শিপন, সাংবাদিক হারুন অর রশিদ, আওলাদ হোসেন, অরবিন্দ চক্রবর্তী অরুণ, মোস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং মো. শামছুল আলম মোল্লা।

আহ্বায়ক আব্দুস সালাম মিয়া জানান, মির্জাপুর উপজেলার যেকোনো গ্রাজুয়েট ডিগ্রিধারী নাগরিক এই সংগঠনের সদস্য হতে পারবেন। সংগঠনটি নির্দলীয়ভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে। তিনি আরও জানান, আগামী ১১ জুন সংগঠনের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইএইচ