ফরিদপুরের বোয়ালমারীতে খেক্কর (ইটবাহী যান) ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ঠাকুরপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে রাকিব ঠাকুরপুর বাজার থেকে ভ্যানে করে ময়না বাজারের দিকে যাচ্ছিলেন। ঠাকুরপুর ব্রিজ পার হওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই খেক্করের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিব মাথায় মারাত্মক আঘাত পান এবং মাথার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।
উদ্ধারের পর তাঁকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথে, পদ্মা সেতুর আগে সকাল ১১টার দিকে রাকিবের মৃত্যু হয়।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, ‘খেক্করের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাকিব গুরুতর আহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ঠাকুরপুর ব্রিজের কাছে একটি খেক্কর ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী রাকিব আহত হন। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জেনেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
বিআরইউ