পরিচ্ছন্ন কেরানিহাট গড়তে উপজেলা প্রশাসনের উদ্যোগ

মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম (দক্ষিণ) প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৪:৪৮ পিএম
পরিচ্ছন্ন কেরানিহাট গড়তে উপজেলা প্রশাসনের উদ্যোগ

দক্ষিণ চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র কেরানিহাটের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। 

এরই অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন, ব্যাটারি চালিত ভ্যানগাড়ি সরবরাহ, ময়লা পরিষ্কারের সরঞ্জাম (ঝাড়ু, বেলচা, বালতি) প্রদান, কেরানিহাট চত্বরের আলোকসজ্জা, ট্রাফিক ভলান্টিয়ার নিয়োগ এবং তাদের জন্য পোশাক, বাঁশি, লাঠি ইত্যাদি সরবরাহ করা হয়েছে।

এসব সরঞ্জাম কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির কাছে হস্তান্তর করা হয় এবং এসবের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। 

একইসঙ্গে, নালা পরিষ্কার ও ময়লা-আবর্জনা সংগ্রহের জন্য ব্যবসায়ী সমিতি ও কেঁওচিয়া ইউনিয়ন পরিষদকে লোকবল নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি কেরানিহাটে একটি বাস টার্মিনাল, ওয়াশব্লক, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা এবং বাজারে শেড নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার এসব উদ্যোগের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস এবং সহকারী কমিশনার (ভূমি) মিসেস ফারিস্তা করিম সরঞ্জামাদি বিতরণ করেন এবং বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। 

এ সময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সেক্রেটারি সাংবাদিক মঞ্জুর আলম এবং ব্যবসায়ী নেতা মুহাম্মদ আবছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, “কেরানিহাটকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও তদারকি শুধু উপজেলা প্রশাসন বা ব্যবসায়ী সমিতির দায়িত্ব নয়, এটি সকলের সম্মিলিত দায়িত্ব। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, নালায় আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে, ট্রাফিক আইন মেনে চলা ও ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করতে হবে।”

ইএইচ