বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৫:২৬ পিএম
বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম ওই গ্রামের সাহেব মোল্যার ছেলে।

অভিযানকালে তার বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা বড়ি, বিভিন্ন দেশের মুদ্রা, একটি ছোরা ও দুটি গ্যাস মেশিন উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “অভিযানে রবিউল ইসলামকে আটক করে তার বাড়ি থেকে মাদকসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ