শিবচরে যুবদলের প্রস্তুতি সভা

মশিউর কাজী, শিবচর প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৭:২৪ পিএম
শিবচরে যুবদলের প্রস্তুতি সভা

আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তরুণদের সমাবেশকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় উপজেলার শিল্পকলা একাডেমিতে শতাধিক যুবদল নেতাকর্মীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারি এবং সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মনিরুজ্জামান ফুকু বলেন, “খুব শীঘ্রই শিবচর উপজেলা যুবদলের কমিটি গঠন করা হবে। যারা পাঁচ আগস্টের পূর্বে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, মামলা ও হামলার শিকার হয়েছেন, নিয়মিত মিটিং-মিছিলে সক্রিয় ছিলেন—কমিটিতে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি গঠনে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব, আশা করি সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবেন।”

সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা শাহিন গোমস্তা, জামাল বেপারি, কাজী খোকনুজ্জামান, মহিন বেপারি, সুমন মাদবর, শাওন চৌধুরী, সজিব খান, জসিম মৃধা, উজ্জ্বল, শাহিন মোল্লা, অনিকসহ আরও অনেকে।

নেতাকর্মীরা এ সময় বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পরিচয়হীন অবস্থায় থাকতে হয়েছে। তাই আমরা জেলা নেতৃবৃন্দের কাছে দাবি জানাই—আমাদের একটি সুন্দর, কার্যকর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়া হোক।”

সভায় বক্তারা আরও বলেন, “২৮ মে ঢাকায় তরুণদের সমাবেশ সফল করতে শিবচর উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।”

ইএইচ