সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০১:১৮ পিএম
সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ভারতীয় বিএসএফের হাতে আটক হওয়া ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আনুষ্ঠানিকভাবে ফেরত এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (২৩ মে) রাত ১.৩০ মিনিটে বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর পিলারে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। তারা ভারত থেকে আসা ওই ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিবারের হাতে তুলে দেন।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় বিএসএফ ক্যাম্প থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই শেষে তাদের গ্রহণ করা হয়। ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশুরাও। তারা ভারত থেকে কাজের সন্ধানে গিয়েছিলেন।

মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়েছে এবং স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ