পূবাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:০৬ পিএম
পূবাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চেক প্রতারণার মামলায় ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আওলাদ হোসেনকে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম।

ওসি জানান, ২০১৪ সালে ঢাকার উত্তরা পূর্ব থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১৯ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত-৭ তাকে চার মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৭৯ হাজার ১৮২ টাকা জরিমানা করেন।

সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ পাঁচ বছর পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে আদালতের রায় কার্যকর প্রক্রিয়া শুরু হয়েছে।

বিআরইউ