বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৬:৫৪ পিএম
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন

৯ দফা দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। 

একইসঙ্গে তারা গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেন।

শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কৃত হন এবং পরবর্তীতে আত্মহত্যা করেন। 

তাদের মতে, বর্তমান ‘কম্বাইন্ড একাডেমিক সিস্টেম’-এর চাপে পড়ে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তারা আরও বলেন, ২০১৬ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধীনে থাকা কলেজ ও ইনস্টিটিউটে প্রচলিত ‘কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি’ শিক্ষার্থীদের মধ্যে চরম মানসিক চাপ ও শিক্ষাজনিত সমস্যার সৃষ্টি করেছে। গুণগত শিক্ষা ও সুষ্ঠু মূল্যায়নের অভাব এবং এই পদ্ধতির জটিলতা শিক্ষার্থীদের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোর মানোন্নয়নের জন্য একমাত্র বাস্তবসম্মত সমাধান হচ্ছে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক স্বকীয়তা নিশ্চিত করা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিসমূহ বাস্তবায়নে লিখিত সিদ্ধান্ত না পাওয়া গেলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কলেজের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন থাকবে বলেও ঘোষণা দেন তারা।

ইএইচ