সদ্য প্রয়াত মাগুরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অনামিকা দাসের স্মরণে এক হৃদয়স্পর্শী স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে মাগুরা ক্রীড়া সংস্থার পুরাতন ভবনের দ্বিতীয় তলায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার ক্রীড়া অঙ্গনের অসংখ্য ক্রীড়াবিদ, সংগঠক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, মাগুরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “অনামিকা দাস ছিলেন একজন নিষ্ঠাবান ক্রীড়া সংগঠক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব। মাগুরা জেলার ক্রীড়াঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক প্রয়াণ ক্রীড়া অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা মাগুরা।
স্মরণ সভা শেষে প্রয়াত অনামিকা দাসের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ইএইচ