ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৫:০৪ পিএম
ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

ফেনীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উদ্বোধনের আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে জনসচেতনতামূলক সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (জেনারেল সার্টিফিকেট ও রেভিনিউ মুন্সিখানা শাখা) ফাহমিদা আক্তার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, খেলাফত মজলিশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ এবং ছাত্র প্রতিনিধি আবদুল কাইয়ুম সোহাগ ও ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সহকারী কমিশনার (নেজারত শাখা) তানভীর আহমেদ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবাগ্রহীতারা।

ইএইচ