অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করলেন ডিসি-এসপি

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০২:২০ পিএম
অভয়নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করলেন ডিসি-এসপি

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি এস. এম. তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) রওনক জাহান।

সোমবার সকালে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ১৩ পরিবারের ক্ষতিগ্রস্ত ১৮টি ঘর পরিদর্শন করেন তারা।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ও তার সহযোগী সুমন সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে একটি মৎস্যঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরের সময় তরিকুলের সঙ্গে পিন্টুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতনামা ৬-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘরের ভেতরে ঢুকে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই বিক্ষুব্ধ জনতা পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের ১৮টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিদর্শন শেষে যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম রাত থেকেই অভিযান শুরু করেছে। ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করারও চেষ্টা চলছে। এলাকাটি এখন পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে।”

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিক সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দুই বান ঢেউটিন, ৩০ কেজি চাল, নগদ ৬ হাজার টাকা, দুটি কম্বল, একটি করে শাড়ি, লুঙ্গি, গামছা ও শুকনো খাবার দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

ইএইচ