সোনারগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৩:৪৬ পিএম
সোনারগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান (৮) ও জুনায়েদ (৬) নামের একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান স্থানীয় হানিফ মিয়ার ছেলে এবং জুনায়েদ একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

নিহত হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, “দুপুর ১টার দিকে হাবিবুর ও জুনায়েদ একটি বল নিয়ে বাড়ির পাশে খেলছিল। প্রায় দেড়টার দিকে পাশের বাড়ির এক নারী মাঠসংলগ্ন একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেন। পরে আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ