মাদারীপুর ও শরীয়তপুরের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৬:৩৫ পিএম
মাদারীপুর ও শরীয়তপুরের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা

মাদারীপুর ও শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে আঞ্চলিক পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা মঙ্গলবার মাদারীপুর জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশাত্মবোধক গানসহ নানা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।

দুদক মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য মাওলানা উবায়দুল্লাহ।

স্বাগত বক্তব্য দেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহ্বায়ক সাংবাদিক মনজুর হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন শরীয়তপুর জেলা দুপ্রকের সভাপতি প্রফেসর আলী হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সি, দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান, উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু, জেলা দুপ্রকের সদস্য মো. মুরাদ হাসান, আজমল হুদা ঢালী, সাংবাদিক মেহেদী হাসানসহ মাদারীপুর ও শরীয়তপুর জেলার দুপ্রক সদস্যবৃন্দ।

ইএইচ