টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার মধুপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে বিনিময় পরিবহন, ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর মধ্যে সিএনজি পরিবহনের তিনটি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
এ সময় তাকে সহায়তা করেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ও তার টিম এবং মধুপুর সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ইএইচ