রাঙ্গামাটিতে ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৭:৪৫ পিএম
রাঙ্গামাটিতে ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর

রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর হয়েছে। 

মঙ্গলবার রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ।

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩০ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়। 

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস