রাজারহাটে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৪:২৭ পিএম
রাজারহাটে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বন্যাকবলিত ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ বুড়িরহাট ক্রসবাঁধ এলাকায় এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ৪০০ গ্রাম গুঁড়ো দুধ এবং ১২টি খাবার স্যালাইন।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, লায়ন্স জেলা ৩১৫ এ-২ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহম্মেদ, কনভেনশন চেয়ারম্যান লায়ন নাসির হায়দার চৌধুরী পিএমজেএফ, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন সামিউল মুক্তাদির, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন এনামুল হক সোহেল এমজেএফ, রিজিওন চেয়ারপারসন লায়ন বানিউল আদম বাবু এবং জোন চেয়ারপারসন লায়ন মোস্তাফিজ আহমেদসহ রংপুর বিভাগের বিভিন্ন লায়ন্স ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা এ সময় বলেন, লায়ন্স ক্লাব সবসময় মানুষের পাশে দাঁড়ায়, বিশেষ করে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা দিতে তারা অঙ্গীকারবদ্ধ।

ইএইচ