জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু

জয়পুরহাট প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৫:০৪ পিএম
জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু

ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটে চালু হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শহরের বৈরাগী মোড়ে ‘বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট’ এবং ‘আরিফ কম্পিউটার’ নামে দুটি কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং আয়েশা সিদ্দিকা তাওহীদা।

জেলা প্রশাসন সূত্র জানায়, জয়পুরহাট জেলার ৫টি উপজেলায় মোট ১৮টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সদর উপজেলায় দুটি এবং কালাই উপজেলায় একটি সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়।

এ ধরনের সহায়তা কেন্দ্রে নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশা উত্তোলনসহ বিভিন্ন ভূমিসেবা পাবেন। এতে করে দুর্নীতি ও হয়রানি কমবে, আর দ্রুততার সঙ্গে সেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ভূমিসেবা সহজলভ্য করার লক্ষ্যে এই কেন্দ্র চালু করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, কেউ যেন জমিজমার সেবা নিতে গিয়ে দালালের দ্বারস্থ না হয়।

সাধারণ সেবাগ্রহীতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকারি অফিসে বারবার না গিয়ে এখন তাঁরা নিজেদের এলাকার কাছাকাছি স্থান থেকেই ভূমিসেবা নিতে পারবেন।

বিআরইউ