বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বরিশালে আগমন উপলক্ষে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বুধবার সকালে তিনি বিমানযোগে বরিশালে পৌঁছান। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
এরপর তিনি বরিশাল পুলিশ লাইনস ও আর্মড রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যান।
ইএইচ