নাসিরনগরে বিআরডিবির তিন কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৬:৫৭ পিএম
নাসিরনগরে বিআরডিবির তিন কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর তিনজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইউসিসিএ-এর পরিদর্শক মোহাম্মদ ইরাজ মিয়া, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির এফও (পদাবিক) জয়দেব কুমার সাহা এবং অফিস সহায়ক মোহাম্মদ আরব আলীকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হোসেন চকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিসিএ-এর পরিদর্শক কাজী আক্তার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ বদরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিক এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মোহাম্মদ জাহিদ কামাল।

বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিদর্শক মোহাম্মদ ইরাজ মিয়া, এফও (পদাবিক) জয়দেব কুমার সাহা, মাঠ কর্মকর্তা জাহিদ হোসেন, নাছিরা বেগম, নারগীছ আক্তার, পরিদর্শক আক্তার মিয়া এবং অফিস সহায়ক মোহাম্মদ আরব আলী।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইউসিসিএ-এর পক্ষ থেকে বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

ইএইচ