মাটিরাঙ্গায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৭:৪০ পিএম
মাটিরাঙ্গায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর কমিটির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, এই কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

বুধবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল এবং স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও মো. নাছির আহম্মেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহেদুল হোসেন সুমন এবং মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।

প্রধান অতিথির বক্তব্যে এম.এন. আবছার বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে আধুনিক খাগড়াছড়ির রূপকার ওয়াদুদ ভুইয়াকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত—তাদের মোকাবিলা করে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা যে আত্মত্যাগ করেছেন, তা দলের শক্তি ও অনুপ্রেরণার উৎস।”

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন বলেন, “এই পদ্ধতির মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে। এটি বিভাজন সৃষ্টি করে ঐক্য বিনষ্ট করতে পারে।”

অনুষ্ঠান শেষে পৌর বিএনপির অধীন নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ তালিকা তুলে দেন প্রধান অতিথি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, শাহ আলমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার দলীয় কার্যালয়ের সামনে একটি বৃক্ষরোপণ করেন এবং দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

ইএইচ