ফেনীর সোনাগাজী মডেল থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বুধবার তিনি থানা পরিদর্শনের সময় অস্ত্রাগার, মালখানা, খাবারের মেস, ফোর্সের আবাসন ব্যবস্থা, থানা কম্পাউন্ডসহ থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা ও তদারকি করেন।
পরে পুলিশ সুপার থানা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস) কর্মকর্তা, সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান এবং সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বায়েজীদ আকনসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
ইএইচ