শিমুল বিশ্বাস

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৮:০২ পিএম
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জননেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। কারণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। দেশের মানুষকে সেবক হিসেবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভার সভাপতি ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল।

শিমুল বিশ্বাস বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসন দেশের মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করেছে। সেই দুঃসহ স্মৃতিগুলো মানুষ এখনও ভুলতে পারেনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে নেতিবাচক মনোভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে কাজ করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে আমাদের উপর যেসব অন্যায়, অত্যাচার, হামলা-মামলা হয়েছে তা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। ইতোমধ্যে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে, তাই আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে যেন কোন কুচক্রী মহল আগামী নির্বাচনে বাধা না হয়ে দাঁড়ায়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অহিদ মাস্টার, সাবেক দপ্তর সম্পাদক সাব্বির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি তৌফিকুল হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ, রানা, আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুন, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ১ নং যুগ্ম-আহ্বায়ক এসকে সাগর, পৌর বিএনপির সাবেক সদস্য মিঠু সহ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ইএইচ