কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসিইউতে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৮:২৭ পিএম
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসিইউতে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জেসমিনারা (৫৩) নামে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

নিহতের স্বামী আলাউদ্দিন দাবি করেন, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত স্ত্রীকে যথাযথ চিকিৎসা না দেওয়ায় এবং অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় তিনি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিডনিজনিত সমস্যার কারণে গত ২৮ জুন জেসমিনারাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৩০ জুন তাকে আইসিইউর ১ নম্বর বেডে স্থানান্তর করা হয়।

১ জুলাই সকাল ১১টা ৪৫ মিনিটে আইসিইউ ইনচার্জ চিকিৎসক বিপ্লব এবং নার্স তহুরা খাতুন রাউন্ডে এসে প্রশ্ন তোলেন, ওই রোগী কেন আইসিইউ বেডে রয়েছেন। 

রোগীর স্বামী জানান, মেডিসিন বিভাগের এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তবে অভিযুক্ত নার্স তহুরা খাতুন রোগীর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্বজনদের ডাক-চিৎকারে অন্যান্য নার্স এসে পালস পরীক্ষা করে রোগীর মৃত্যু নিশ্চিত করেন।

রোগীর স্বামী আলাউদ্দিন বলেন, “আমার স্ত্রীর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি দায়িত্বরত নার্স ও চিকিৎসকের বিচার চাই।”

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মান্নান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ