পাবনায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:৩২ পিএম
পাবনায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনা সদর উপজেলার পৈলানপুর সফেদা বাগান মহল্লার বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী (৭৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

রোববার রাত ৮টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার বাদ জোহর পাবনা আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলামের উপস্থিতিতে সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।

মো. ইউসুফ আলী ছিলেন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ইএইচ