জমি নিয়ে বিরোধ: চলমান মামলার মধ্যেই বাড়িতে গিয়ে হুমকি

মানিকগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০১:২৩ পিএম
জমি নিয়ে বিরোধ: চলমান মামলার মধ্যেই বাড়িতে গিয়ে হুমকি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চলমান মামলা থাকা অবস্থায় এক বৃদ্ধের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি।

ভুক্তভোগী রেহাজুদ্দিন (৭৫) সিংগাইরের উত্তর গোলাইডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি জানান, পাশের বাইমাইল গ্রামের নুরুল ইসলামের তিন ছেলে—সবুজ (৪০), ফারুক (৩৭) ও হাবিবুর (৩২)—দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িত। বিষয়টি মানিকগঞ্জ দেওয়ানি আদালতে বিচারাধীন।

রেহাজুদ্দিনের অভিযোগ, গত শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত তিন ভাই ৪০-৫০ জন লোক নিয়ে তার বাড়িতে এসে জমি ছাড়ার জন্য হুমকি দেন। এ সময় তারা পরিবারকে ভীতিকর আচরণ ও অশালীন ভাষায় হেনস্তা করেন।

ভুক্তভোগীর স্ত্রী ফজিরন বেগম (৭০) বলেন, আমরা ৫০ বছর ধরে ওই জমি ভোগ করছি। সব কাগজপত্র আমাদের আছে। মামলা আদালতে চলছে। তারপরও দুইবার লোকজন নিয়ে এসে বাড়িতে হুমকি দিয়েছে। আমার স্বামী অসুস্থ, ছেলে-মেয়েরা বাইরে থাকে। বাড়িতে শুধু মেয়েরা থাকায় আমরা শঙ্কিত।

পরিবারটি এ ঘটনায় সিংগাইর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অভিযোগ অস্বীকার করে সবুজ বলেন, আমরা কারও বাড়িতে যাইনি। স্থানীয় মেম্বার ও মুরুব্বীদের সঙ্গে জমি নিয়ে বসতে গিয়েছিলাম। রেহাজুদ্দিন যেটা ভোগ করছেন, সেটা নিয়ে রেকর্ড সংশোধনী মামলা করেছি।

এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ