টাঙ্গাইল জেলা কারাগারে পরিচ্ছন্নতা অভিযানে বন্দি ও কর্মকর্তাদের অংশগ্রহণ

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০২:৫৮ পিএম
টাঙ্গাইল জেলা কারাগারে পরিচ্ছন্নতা অভিযানে বন্দি ও কর্মকর্তাদের অংশগ্রহণ

টাঙ্গাইল জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বন্দিদের পাশাপাশি কারা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কেউ কাঁধে ফগ মেশিন নিয়ে মশা মারছেন, কেউ কাস্তে হাতে আঙিনা পরিষ্কার করছেন—সবার সম্মিলিত প্রচেষ্টায় বদলে যাচ্ছে কারাগারের পরিবেশ।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে এ কর্মসূচির উদ্বোধন করেন কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কারা মহাপরিদর্শকের নির্দেশনায় কারাগারে মশা নিধন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে বন্দি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

তিনি আরও জানান, কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের স্কুল-কলেজ পড়ুয়া সন্তানদের অংশগ্রহণ বন্দিদেরও অনুপ্রাণিত করেছে। ফগ মেশিন দিয়ে মশা নিধনের পাশাপাশি, কাস্তে দিয়ে ঝোপঝাড় পরিষ্কার এবং কোদাল ব্যবহার করে ড্রেন ও নর্দমার ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। জলাবদ্ধ স্থানের পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় যুবকরাও কারাগারের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাগারের জেলার মো. হাবীবুর রহমান, ডেপুটি জেলার আবুল কালাম আজাদ, সার্জেন্ট মো. আবুল হোসেন এবং সহকারী সার্জন ডা. আবিবুর রহমান প্রমুখ।

ইএইচ