বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও টানা বৃষ্টিতে দুমকির নিম্নাঞ্চল প্লাবিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৪:১৬ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও টানা বৃষ্টিতে দুমকির নিম্নাঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চারদিনের ভারি বর্ষণে পটুয়াখালীর দুমকি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। 

পায়রা নদীর জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় মাঠঘাট, ফসলি জমি, পুকুর, গ্রামীণ রাস্তা ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে, আর মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

গত শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা, কদমতলা, মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া এবং লেবুখালী ইউনিয়নের লেবুখালী, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশা এলাকার বিস্তীর্ণ নিচু অঞ্চল পানিতে ডুবে গেছে।

উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্স চত্বরে পানি ঢুকে স্টাফ কোয়ার্টার, ডাকবাংলো, খেলার মাঠ ও সড়ক তলিয়ে গেছে। পায়রা, পাতাবুনিয়া ও মুরাদিয়া নদীর তীরবর্তী ওয়াপদা ভেরিবাঁধের বাইরের অবস্থা আরও ভয়াবহ। এসব এলাকার শত শত পরিবার ৫-৬ ফুট গভীর পানিতে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মাছের ঘের, পুকুর-ডোবা তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শ্রমজীবী ও কর্মজীবী মানুষ।

টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবন একপ্রকার স্থবির হয়ে পড়েছে। স্থানীয়রা দুর্যোগ মোকাবেলায় জরুরি সহায়তা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইএইচ