ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৪:৩১ পিএম
ঝিনাইদহে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 

মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে জেলা ও উপজেলার স্বাস্থ্য সহকারীরা ব্যানার ও লিফলেটসহ অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, মো. ফরহাদ ও আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণসহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ইএইচ