ফরিদগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৫:০৭ পিএম
ফরিদগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে পিইডিপি-৪ (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪) এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীসহ মোট ১৮ জন শিক্ষার্থীর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম ও ওয়ালি উল্লাহ।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলকতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা।

ইএইচ